একসময় পারিবারিক নাটকের জোয়ার বেশি ছিল। সেসব নাটকে প্রধান অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে অভিনয় করতেন পার্শ্বচরিত্রের শিল্পীরা। তারা মূল চরিত্রকে বেগবান করতেন। এখনকার বেশির ভাগ নাটক দেখলে মনে হয়, পৃথিবীতে শুধু দুজনই বাস করে। আশপাশে আর কেউ নেই। নাটকে ক্রমেই পার্শ্বচরিত্রের অবমূল্যায়ন হচ্ছে। নাটকের কিছু চিরচেনা ও উদীয়মান পার্শ্বচরিত্র নিয়ে লিখেছেন- পান্থ আফজাল
পর্দায় মুখ্য চরিত্রের কদর সব সময় বেশিই থাকে। তবে সেই মুখ্য চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করে পার্শ্বচরিত্রগুলো। এমনকি অভিনয়গুণে তারা অনেক সময় গল্পের প্রধান চরিত্রকেও ছাপিয়ে যান। সিনেমা, নাটক বা ওয়েব সিরিজের জনপ্রিয়তার পেছনে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। তবে অনেকে বলেন, পার্শ্বচরিত্র বলতে তেমন কিছু নেই। কিন্তু নাটকের টার্মের খাতিরে হলেও নাটকবোদ্ধাকে এটা স্বীকার করে নিতেই হবে। পারিবারিক নাটকের ক্ষেত্রে পূর্বে যা হতো, ফুল ফ্রেম ভর্তি অভিনয়শিল্পী থাকতেন। যা এ সময় একেবারে নেই বললেই চলে।
হুমায়ূন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে কুত্তাওয়ালি রেবেকা ম্যাডামের পক্ষের উকিলের কথা মনে আছে? যার বুদ্ধির কারণে বদি বাকের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছিল! শেষ পর্যন্ত বাকের ভাইয়ের ফাঁসি হয় যে উকিলের কারণে তিনি হলেন আশি-নব্বই দশকের শোবিজ জগতের অতি পরিচিত মুখ অভিনেতা আবুল খায়ের। ‘আজ রবিবার’ নাটকে দাদার চরিত্রে অভিনয় করেও তিনি সবার মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। সে সময় প্রতিটি নাটকে পার্শ্ব-অভিনেতা হিসেবে অভিনয় করে দর্শক মুগ্ধ করেছেন। এক সময় নাটকের চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পার্শ্বচরিত্ররাই। পর্দায় দাপুটে অভিনয় করে দর্শক নজর নিজের দিকে টেনে নিয়ে গেছেন তারা। সে সময় পার্শ্বচরিত্র করে ছোটপর্দা কাঁপিয়েছেন খলিল, মোজাম্মেল হক, আমিরুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম, মমতাজউদ্দীন আহমেদ, মিরানা জামান, আরিফুল হক, মাহমুদা খাতুন, মিনু রহমান, নাজমা আনোয়ার, সালেহ আহমেদ, গোলাম হাবিবুর রহমান মধু, রওশন আরা, জামালউদ্দিন হোসেন, চ্যালেঞ্জার, মাসুদ আলী খান, ইনাম আহমেদ, সাজ্জাদ মাহমুদ, নরেশ ভূঁইয়া, খালেদ খান, মজিবুর রহমান দিলু, জহির উদ্দিন পিয়ার, এস এম মহসিন, কেরামত মওলা, আবদুল কাদের, আফজাল শরীফ, আবদুল আজিজ, আহসানুল হক মিনু, শবনম পারভীন, দিলারা জামান, মনিরা ইউসুফ মেমী, সিতারা বেগম প্রমুখ। ‘বহুব্রীহি’ নাটকে কাজের বুয়া রহিমার মা চরিত্রে মাহমুদা খাতুন আর কাজের ছেলে কাদের চরিত্রে আফজাল শরীফ যেন ছিলেন বিনোদনের প্রাণ। ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের সহযোগী বদি চরিত্রে আবদুল কাদের এবং মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জের অভিনয় এখনো মানুষ মনে রেখেছে। ‘অয়োময়’ নাটকের ছোট মির্জার লাঠিয়াল হানিফের চরিত্রের মধ্য দিয়েই ছোট পর্দায় মোজাম্মেল হকের আসন পোক্ত হয়। ছোট মির্জার সঙ্গে কথা বলতে গেলেই হানিফের কেশে নেওয়ার ভঙ্গিটি বিজ্ঞাপনেও ব্যবহার করা হয়েছিল। সেই সময় ‘খাদক’ নাটকের খাদক চরিত্রে অভিনয় করেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ‘কোথাও কেউ নেই’ নাটকে সুবর্ণার মামা চরিত্রসহ হুমায়ূন আহমেদের নাটক মানেই ছিলেন মোজাম্মেল হক। টেলিভিশনের শক্তিমান অভিনেতা মমতাজউদ্দীন আহমেদকে নির্মাতা হুমায়ূন আহমেদের বেশির ভাগ নাটকে দেখা গেছে। তবে শঙ্খনীল কারাগারে বাবার চরিত্রেই দর্শক দীর্ঘদিন তাকে মনে রাখবেন। শিলা আহমেদ অভিনয় ছেড়েছেন বহুদিন। হুমায়ূন আহমেদের মেয়ে হলেও চরিত্র আর অভিনয়ের কারণেই দর্শক আজো তাকে মিস করেন। হুমায়ূন আহমেদের নাটকের বাঁধা অভিনেত্রী ছিলেন তিনি। পেয়েছেন অসম্ভব জনপ্রিয়তা। আজ রবিবারের তিতলী কিংবা কোথাও কেউ নেইতে মিমির ছোট বোন, সবগুলোতেই দারুণ অভিনয় করতেন তিনি। আগুনের পরশমণিতে যেমন অভিনয় করেছেন অসাধারণ, তেমনি নিম ফুল নাটকে তার একলার অভিনয় ছিল উপভোগ করার মতো। হুমায়ূন আহমেদ যে কজন অভিনেতার ওপর নির্ভরশীল ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন ছিলেন সালেহ আহমেদ ও চ্যালেঞ্জার। সব চরিত্রেও তাদের সাবলীল অভিনয় মনে রাখার মতো। অন্যদিকে ডা. এজাজুল ইসলামকে ভিন্ন আঙিনা থেকে এনে একের পর এক দুর্দান্ত চরিত্রে অভিনয় করিয়ে দর্শকের হৃদয়ে বসিয়ে দিয়েছেন। হুমায়ূন যত কাজ করেছেন তার পঁচানব্বই শতাংশ নাটক-সিনেমায়ই ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরুর অসাধারণ উপস্থিতি রয়েছে। অন্যদিকে পার্শ্বচরিত্রে শক্তিমান অভিনেত্রী হিসেবে বলা যায় শামীমা নাজনীন, মাজনুন মিজান, চ্যালেঞ্জার, মনিরা মিঠু ও হোসনে আরা পুতুলের নাম। এই কথা সাহিত্যিকের নাটকে অভিনয় যে কোনো অভিনেতা-অভিনেত্রীর জন্য ছিল ভিন্নমাত্রার এক অভিজ্ঞতা। বহু তারকার জন্ম হয়েছে তার নাটকে অভিনয় করে। তিনি হাতে ধরে তুলেছেন অনেক অভিনয়শিল্পীকেই। এসব চরিত্রের সংলাপগুলো এক সময় আওড়েছে জনগণ। চরিত্রগুলোও সময় পেরিয়ে দর্শকপ্রিয়তার নতুন নতুন নজির তৈরি করেছে। তবে প্যাকেজ নাটক-পরবর্তী সময় থেকে এ পর্যন্ত নাটক ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা-অভিনেত্রীর আবির্ভাব হয়েছে। সে সময়ও নিজ প্রতিভাগুণে পার্শ্বচরিত্র করে কেউ কেউ চলে আসেন লাইমলাইটে। তাদের অভিনয় দর্শক পছন্দ করেছে। আর এই ভিউয়ের সময়ে নতুন-পুরনো নির্মাতাদের কাজ করে কিছুটা হলেও দর্শককে মুগ্ধ করছেন কেউ কেউ। বর্তমান সময়ের আলোচিত নাম নাসির উদ্দীন খান। ‘তাকদীর’, ‘মহানগর’, ‘পরাণ’, অ্যালেন স্বপন’, ‘হাওয়া’য় অসাধারণ অভিনয় করে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সুমন আনোয়ার নির্মাণের পাশাপাশি অভিনয়েও দেখায়েছেন মুন্শিয়ানা। এ সময় বহুদিন ধরে যারা পার্শ্বচরিত্র করে নজর কাড়তে সক্ষম হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- আফজাল হোসেন, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, বৃন্দাবন দাস, বড়দা মিঠু, শহীদুল্লাহ সবুজ, সমু চৌধুরী, প্রাণ রায়, আরফান আহমেদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালিদ, শামীম জামান, জিয়াউল পলাশ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, শামিম হাসান সরকার, সিদ্দিকুর রহমান, চাষী আলম, রাশেদ মামুন অপু, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, জামিল হোসেন, এম এন ইউ রাজু, সুজাত শিমুল, মুকুল সিরাজ, তারিক স্বপন, নীলা ইসলাম, সুমন পাটোয়ারী, সিয়াম নাসির, তানজিম অনিক, জাভেদ গাজী, জিল্লুর রহমান, আখম হাসান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাহবাজী, আলমগীর হোসেন, রোজী সিদ্দিকী, বিজরী বরকতুল্লাহ, আনোয়ার, শিল্পী সরকার অপু, আবদুল্লাহ রানা, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, মামুনূর রশীদ, সালাউদ্দিন লাভলু, মনিরা মিঠু, শেলী আহসান, পাভেল, শিমুল শর্মা, শাহানা সুমী, জাহাঙ্গীর আলম, সম্রাট শাহজাহান, সোহেল মন্ডল, শরাফ আহমেদ জীবন, মারজুক রাসেল, সায়েদ বাচ্চু, বাপ্পী আশরাফী, মুকিত জাকারিয়া, সহিদ উন নবী, শাহনাজ খুশি, জিয়াউল কিসলু, নিমা হক, চিত্রলেখা গুহ, নাদের চৌধুরী, ইশতিয়াক রুমেল, কচি খন্দকার, ইমিলা হক, আজম খান, সাবেরী আলম, শাহরিয়ার সজীব, সুষমা সরকার, দীপা খন্দকার, দিব্য, সৌম্য প্রমুখ। নাটক বা ওটিটি শুধু দুজন শিল্পীর খাতিরেই হিট হয় না; তার পেছনে রয়েছে পার্শ্বচরিত্রের অসামান্য অবদান। ইদানীং পার্শ্বচরিত্রে নামকাওয়াস্তে কাউকে অভিনয় করিয়ে নাটকের মান ক্রমশ দুর্বল করা ছাড়া আর কিছুই হচ্ছে না।