৩ নভেম্বর, ২০১৫ ১৭:৪৩

'রাজকাহিনী' লিখছেন না মহেশ ভাট

অনলাইন ডেস্ক

'রাজকাহিনী' লিখছেন না মহেশ ভাট

টলিউডে মুক্তির আগেই বলিউডে 'রাজকাহিনী' রিমেক প্রায় নিশ্চিত হয়ে যায়। মহেশ ভাট এ ছবি প্রযোজনা-পরিচালনার পাশাপাশি গল্পও নতুন করে লিখবেন এমনটাও শোনা গিয়েছিল। কিন্তু পরে শোনা গেল 'রাজকাহিনী'র হিন্দি চিত্রনাট্যের জন্য কলম তো ধরেনইনি, বরং সমস্ত গুজবে ইতি টেনে দিয়ে পরিচালক-প্রযোজক মহেশ ভাট জানালেন, 'রাজকাহিনী' রিমেক তার প্রযোজনা সংস্থা করবে ঠিকই, তবে তিনি নিজে এর চিত্রনাট্য লেখার দায়িত্বে থাকছেন না। 

মহেশ ভাট মনে করেন নতুন কাউকে এ কাজ করার সুযোগ দেয়া হোক। একইসঙ্গে তিনি জানিয়েছেন, মূল বিষয় ঠিক রেখে ছবিটি নতুন করে তৈরি করা হবে। পশ্চিসবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত সমস্যার বদলে রাখা হবে পাঞ্জাবকে। দেশভাগের একটা দিক যদি ভারত-বাংলাদেশের ভাগ হয় তবে আর একটা দিক নিশ্চয়ই ভারত ও অধুনা পাকিস্তানের ভাগ। যা আসলে ছিল পঞ্জাব, সিন্ধ ইত্যাদি। দেশভাগের ওই দিকটি গল্পে উঠে আসবে বলে জানিয়েছেন তিনি।

আগামী ৬ নভেম্বর 'রাজকাহিনী' দেশজুড়ে মুক্তি পাচ্ছে। মহেশ ভাট ছবিটি দেখে মুগ্ধ হয়েছিলেন। ছবি মুক্তির পর দেশবাসীর প্রতিক্রিয়া দেখে হিন্দিতে প্রযোজনায় হাত দেবেন তিনি।

 

বিডি-প্রতিদিন/ ০৩ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর