৪ নভেম্বর, ২০১৫ ১৯:০৪

ভারতে গোলাম আলীর সব কনসার্ট বাতিল

অনলাইন ডেস্ক

ভারতে গোলাম আলীর সব কনসার্ট বাতিল

পাকিস্তানি গজল শিল্পী গোলাম আলী ভারতে তার নির্ধারিত সব কনসার্ট বাতিল করেছেন। এর মধ্যে আগামী ৮ নভেম্বর দিল্লিতে ও পরবর্তীতে লখনৌতে তার নির্ধারিত সংগীত কর্মসূচিও রয়েছে। সবকিছু স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি দেশটিতে আসবেন না। সেইসঙ্গে তিনি দেশটিতে ঘটা সাম্প্রতিক ঘটনায় নিজের হতাশা ব্যক্ত করেছেন। নিউজ চ্যানেল সিএনএন-অাইবিএন'কে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। খবর অাইএএনএস'র
গোলাম আলী চ্যানেলটিকে বলেন, 'ভারতে আমি আমার সব ভবিষ্যৎ কনসার্ট বাতিল করেছি, আর কখনোই ভারতে ফিরবো না। সবকিছু ঠিকঠাক না হওয়া পর্যন্ত আমি ভারতে পারফর্ম করবো না। দেশটির সাম্প্রতিক ঘটনায় আমি মর্মাহত। তাই এখন ভারতে না আসার সিদ্ধান্ত
নিয়েছি। ভারতীয় ভক্তরা সবসময় বেশ সমর্থন দিয়ে থাকে। আমি একজন গায়ক, আমি সংগীত নিয়ে কথা বলি, রাজনীতি নয়।'
উল্লেখ্য, মুম্বাইভিত্তিক ভারতের কট্টর হিন্দুত্ববাদী দল শিব সেনার হুমকিতে শহরটিতে কনসার্ট বাতিল করতে বাধ্য হন গোলাম আলী। গত ৯ অক্টোবর কনসার্টটি হওয়ার কথা ছিল।

 

বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর