৪ নভেম্বর, ২০১৫ ১৯:৩৪

শাহরুখের পাশে শিব সেনা

অনলাইন ডেস্ক

শাহরুখের পাশে শিব সেনা

ধর্মীয়ভাবে ভারতের 'সহিষ্ণু' না হওয়াটাই সবচেয়ে বড় অপরাধ বলে মন্তব্য করে ক্ষমতাসীন বিজেপির কয়েকজন নেতার রোষানলে পড়েন অভিনেতা শাহরুখ খান। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় শাহরুখ সম্পর্কে মন্তব্য করেছিলেন 'ভারতে বসবাস করলেও তার মন পড়ে থাকে পাকিস্তানে।' আর বলিউড বাদশাহকে 'পাকিস্তানি দালাল’ আখ্যা দিয়ে তাকে পাকিস্তানে পাঠানোর দাবি তুলেছেন বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী। তবে শাহরুখ ভারতকে ধর্মীয় 'অসহিষ্ণু' আখ্যা দিলেও তার পাশে এসেছেন বিজেপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন এনডিএ সরকারের শরীক কট্টর হিন্দুত্ববাদী দল শিব সেনা। কেবল মুসলমান হওয়াতেই শাহরুখকে লক্ষ্যবস্তুতে পরিণত করা ঠিক না বলে মন্তব্য করেছেন দলটির নেতা সঞ্জয় রউত। সেইসঙ্গে ভারত সহিষ্ণু রাষ্ট্র, মুসলমানরাও সহিষ্ণু বলে মন্তব্য করেন তিনি। খবর পিটিআই'র
সঞ্জয় রউত বলেন, এই দেশ সহিষ্ণু এবং মুসলমানরাও সহনশীল। শুধু মুসলিম বলেই শাহরুখ খানকে টার্গেট করা ঠিক হবে না।'
এদিকে, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় শাহরুখকে নিয়ে তার মন্তব্য প্রত্যাহার করে নিয়েছিলেন। আজ এক টুইট বার্তায় একথা জানান তিনি। কাউকে আঘাত করা তার টুইটের উদ্দেশ্য ছিল না বলে বার্তায় লিখেন তিনি।  মঙ্গলবার এক টু্ইটে শাহরুখকে 'দেশদ্রোহী' বলে মন্তব্য করেছিলেন বিজেপির এই নেতা।

বিডি-প্রতিদিন/৪ নভেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর