৮ নভেম্বর, ২০১৫ ২২:২৭

জয়াকে 'বাংলাদেশের সানি লিওন' বলল ভারতীয় মিডিয়া

অনলাইন ডেস্ক

জয়াকে 'বাংলাদেশের সানি লিওন' বলল ভারতীয় মিডিয়া

দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় বাংলা চলচ্চিত্রে জয়া আহসানের দাপটের সঙ্গে এন্ট্রি বেশ আগেই হয়েছে। অনেকগুলো নামকরা যৌথ প্রযোজনার ছবি জয়ার ঝুলিতে। ভারতে জয়ার বর্তমান ছবি সৃজিত মুখার্জী পরিচালিত 'রাজকাহিনী'। এ ছবিতে জয়া আহসান রুদ্র নীলের সঙ্গে কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। আর এতেই ভারতীয় মিডিয়ার তোপের মুখে পড়েছেন দুই বাংলায় জনপ্রিয় এ বাংলাদেশি অভিনেত্রী। পশ্চিমবঙ্গের প্রথম সারির পত্রিকা আনন্দবাজার তাদের অনলাইন ভার্সনে জয়াকে নিয়ে শিরোনাম করেছে 'বাংলাদেশের সানি লিওন! দেশ ছাড়ার হুমকি জয়া এহসানকে'। সংবাদটিতে বলা হয়েছে, জয়াকে দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। তবে সংবাদটিতে কোনো সূত্র ব্যবহার করা হয়নি। এটিকে মনগড়া সংবাদ বলে মন্তব্য করেছেন অনেকেই।

আনন্দবাজারে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, 'ফতোয়া জারি হল বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া এহসানের বিরুদ্ধে। সূত্রে খবর, জয়া বাংলাদেশের সানি লিওন এই অভিযোগে তাঁকে অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। দেওয়া হয়েছে খুনের হুমকিও। বিতর্কটা শুরু হয়েছে রাজকাহিনীর একটি দৃশ্য নিয়ে। এই ছবিতে রুবিনার চরিত্রে অভিনয় করেছেন জয়া। রুদ্রনীল ঘোষের সঙ্গে ছবির একটি দৃশ্য নিয়ে বিতর্ক দানা বেঁধেছে।'

'কী রয়েছে সেই দৃশ্যে? দেখে নিন'- লিখে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে এই সিনেমাটির ভিডিও দৃশ্য।

এটিকে পত্রিকার হিট বাড়ানোর সস্তা বাণিজ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেছেন অনেকেই। ঢাকার নাট্যকর্মী মাহফুজ সুমন বলেন, 'নিছক হিট বাড়ানোর জন্যই আনন্দবাজার সংবাদটি করেছে। কিন্তু এই সংবাদটির মাধ্যমে বাংলাদেশ ও জয়া আহসানকে ছোট করা হয়েছে। জয়াকে নিয়ে বাংলাদেশে এমন কিছুই হয়নি।'

প্রসঙ্গত, সৃজিত মুখার্জী পরিচালিত ‘রাজকাহিনী’ সিনেমায় রুদ্র নীলের সঙ্গে জয়া আহসানের একটি অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। কিন্তু এ নিয়ে বাংলাদেশের কোথাও কোনো অসহিষ্ণুতার খবর পাওয়া যায়নি। 'জয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে' এমন কোনো খবর পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৫/ এস আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর