২৪ নভেম্বর, ২০১৫ ১৪:০৮

সন্ত্রাসবিরোধী সচেতনতায় 'প্রেম রতন ধন পায়ো'

অনলাইন ডেস্ক

সন্ত্রাসবিরোধী সচেতনতায় 'প্রেম রতন ধন পায়ো'

সুরজ বারজাতিয়া ও সালমান খান অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' আয়ের দিক দিয়ে ইতোমধ্যে বক্স অফিসে সোরগোল ফেলে দিয়েছে। সামাজিক মূল্যবোধ ও ঐতিহ্যে ভরপুর এই মুভিটি। তাইতো এটিকে এবার শিশুদেরকে সহিংস আন্দোলনে যোগদান থেকে নিরুৎসাহিত করতে এ ব্যাপারে তাদের মাঝে সচেতনতা বাড়াতে ব্যবহার করেছে বিহার পুলিশ। রাজ্যের গয়া শহরের পুলিশ স্থানীয় এক থিয়েটারে একশ' শিশু ও তাদের অভিভাবকদের জন্য মুভিটি প্রদর্শনের আয়োজন করে। যেসব শিশুদেরকে মুভিটি দেখানো হয তাদের বেশিরভাগ-ই অনাথ যারা মাওবাদীদের সহিংসতায় তাদের বাবা-মাকে হারিয়েছেন। এসব অনাথ শিশুদেরকে উগ্র বামপন্থী গোষ্ঠী মাওবাদীদের নিকট 'সফট টার্গেট' হিসেবে বিবেচনা করা হয়। 'বুলেটের চেয়ে জ্ঞান অধিকতর শক্তিশালী' এ বার্তা প্রচারের আশায় সংশ্লিষ্টরা সালমানের ওই মুভিটি শিশুদের জন্য প্রদর্শন করে। মুভিটি প্রদর্শন শেষে ওইসব শিশু ও তাদের অভিভাবকদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাও বলে পুলিশ। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখে মুক্তি পায় সালমান খান ও সোনম কাপুর অভিনীত ব্লকবাস্টার 'প্রেম রতন ধন পায়ো'।

বিডি-প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর