২৬ নভেম্বর, ২০১৫ ১৩:২৪
'ভারত অসহিষ্ণু' নিয়ে বিতর্ক

'অামি আমৃত্যু ভারতেই থাকবো'

অনলাইন ডেস্ক

'অামি আমৃত্যু ভারতেই থাকবো'

'ভারত ধর্মীয়ভাবে অসহিষ্ণু'-চলমান এই বিতর্কে এবার যোগ দিয়েছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। বিশ্বের মধ্যে ভারত বর্তমানে সবচেয়ে সহিষ্ণু দেশ এবং হাজার বছর ধরেই এমন ছিল জানিয়ে তিনি আমৃত্যু দেশটিতে বসবাসের মনোভাব ব্যক্ত করেছেন। সেইসঙ্গে দেশটি সহিষ্ণু না অসহিষ্ণু নিয়ে অারেক অভিনেতা আমির খানের বক্তব্য নিয়েও কথা বলেছেন বিবেক। অামিরের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে বলে জানান তিনি। পিটিআই তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
অসহিষ্ণুতা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে বিবেক বলেন,'আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে সহনশীল দেশ ও হাজার বছর ধরে এমনটিই ছিল। বিশ্বে যখন এক ধর্ম অারেক ধর্মের বিরুদ্ধে লড়াই করছিল, আমরা তখন পরস্পরের সঙ্গে কিভাবে মিলেমিশে বসবাস করতে হয়, কিভাবে মনুমেন্ট তৈরি করতে হয়, কিভাবে সাংস্কৃতিক ঐতিহ্য, পেইন্ট তৈরি করতে হয়, কিভাবে কবিতা লিখতে হয় এবং কিভাবে একে অপরের সঙ্গে আনন্দ উদযাপন করতে হয় তা শিখছিলাম। আর এভাবেই ভারত বিশ্বে অবদান রেখেছে। ভারত হচ্ছে সকল ধর্ম, মতাদর্শ, আইডিয়া ও রাজনীতির সম্মিলন। এর প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে ও অামি এতে বেশ গর্বিত। আমি এই দেশেই বসবাস করবো ও মৃত্যুবরণ করবো।'

বিডি-প্রতিদিন/২৬ নভেম্বর ২০১৫/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর