শিরোনাম
৩০ নভেম্বর, ২০১৫ ১৪:০৮

নেপালের কাছে ক্ষমা চাইলেন মিস আর্থ ইন্ডিয়া

অনলাইন ডেস্ক

নেপালের কাছে ক্ষমা চাইলেন মিস আর্থ ইন্ডিয়া

আইতাল খোসলা

আগামী ৫ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মিস আর্থ ইন্টারন্যাশনাল-২০১৫'। প্রতিযোগিতার প্রমোশনাল ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেখানে ভারতের নামে নেপালের কিছু প্রাকৃতিক দৃশ্য ও জায়গা দেখানো হয়। যদিও সমালোচনার মুখে সেটি সরিয়ে নিয়ে সেখানে নতুন একটি ভিডিও পোস্ট করা হয়। ওই ঘটনায় নেপাল ও তার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন মিস আর্থ ইন্ডিয়া আইতাল খোসলা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইতাল খোসলা নেপালের উদ্যেশে এক খোলা চিঠিতে বলেন, 'আমি অত্যন্ত দুঃখিত যদি অসচেতনভাবে আপনাদের অনুভূতিতে আঘাত দিয়ে থাকি আমার আপলোড করা ভিডিওতে আপনাদের দেশের কোনো অংশ দেখিয়ে। এ ভুল সত্যিকার অর্থেই অনাকাঙ্ক্ষিত। আমি জানি এ ঘটনা নেপালের জনগণকে কষ্ট দিয়েছে। আমি নিজেও গভীর মর্মবেদনায় ভুগছি। আপনারা আমাদের প্রিয় প্রতিবেশি এবং সব সময়ই থাকবেন। এ ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি এবং জানি ক্ষমা করবেন।'

এদিকে, আইতাল খোসলার পক্ষ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়া মিস আর্থ নেপাল দেবিয়াতা ভাইদিয়া ফেসবুকে নেপালের জনগণের কাছে অনুরোধ করেছেন আইতাল খোসলাকে ক্ষমা করে দিতে এবং আইতালের প্রতি তাদের ভালোবাসা অক্ষুণ্ন রাখতে।তিনি বলেছেন, 'আসলে ভিডিওটি নির্মাণ করেছেন নিখিল আনন্দ। আসলে দোষী তিনিই। আইতালকে না দেখিয়েই তিনি সেটি পোস্ট করেছিলেন।' 

 
বিডি-প্রতিদিন/ ৩০ নভেম্বর, ২০১৫/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর