১০ ফেব্রুয়ারি, ২০১৬ ২২:০৩

তাহসান-ইমরানের দ্বৈত অ্যালবাম 'মন কারিগর'

অনলাইন ডেস্ক

তাহসান-ইমরানের দ্বৈত অ্যালবাম 'মন কারিগর'

প্রথমবারের মত একসঙ্গে কোনো দ্বৈত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন এ সময়ের জনপ্রিয় দুই শিল্পী তাহসান ও ইমরান। নাম ‘মন কারিগর’। ভালোবাসা দিবসকে সামনে রেখে সিডি চয়েসের ব্যানারে বাজারে আসবে অ্যলবামটি। এতে দুই শিল্পী ৩টি করে মোট ৬টি গানে কণ্ঠ দিয়েছেন। সবগুলো গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমরান।

এবারই প্রথম তাহসানের সঙ্গে গান করলেন অনেক জনপ্রিয় গানের জুটি জীবন-ইমরান। অ্যালবামে তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘বলো কবে দেখা হবে’ এবং ‘ভালোবাসি’।

এ অ্যালবাম প্রসঙ্গে তাহসান বলেন, ‘গান গাওয়া এবং সুর-সংগীত দুই দিক থেকেই ইমরান এখন আলোচিত। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। আমার জন্য যে গানগুলো বানিয়েছে খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস শ্রোতারাও পছন্দ করবেন।’

ইমরান বলেন, ‘তাহসান ভাই আমার প্রিয় গায়কদের একজন। তাঁর সঙ্গে কাজ করার অনুভূতিটাও দারুণ। তাঁর গলায় সঙ্গে মিল রেখে এবং আমার স্টাইলটাকে ধরে রেখে নতুন কিছু করার চেষ্টা করেছি। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘তাহসান এবং ইমরান এখনকার জনপ্রিয় দুই শিল্পী। তাঁদের শ্রোতাদের রুচি এবং পছন্দ চিন্তা করেই গানগুলো লিখেছি। এটি ভালোবাসা দিবসের অ্যালবাম। আর তাই গানের কথাও ভালোবাসার বিষয়টি তুলে আনার চেষ্টা করেছি।’
 
জানা গেছে এ অ্যালবামের একটি করে গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে অচিরেই।

বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর