২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:১৫
৮৮তম অস্কার

সেরা অভিনেতা ডিক্যাপ্রিও, অভিনেত্রী ব্রি লারসন

অনলাইন ডেস্ক

সেরা অভিনেতা ডিক্যাপ্রিও, অভিনেত্রী ব্রি লারসন

অস্কারজয়ী মার্ক রাইল্যান্স, ব্রি লারসন, ডিক্যাপ্রিও এবং এলিসিয়া ভিকান্দার

বিশ্বে সিনেমা জগতের সবচেয়ে খ্যাতিসম্পন্ন 'দ্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' খ্যাত অস্কারের ৮৮তম বার্ষিক আসরে সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। জলবায়ু পরিবর্তনের উপর নির্মিত 'দ্য রেভেনান্ট' মুভিতে অভিনয়ের জন্য অস্কার পেলেন এ অভিনেতা। আর সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পেয়েছেন ব্রি লারসন। 'রুম' মুভিতে অভিনয়ের সুবাদে এ পুরস্কার পান তিনি।

আমেরিকান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ডিক্যাপ্রিও এই প্রথম অস্কার জিতলেন। যদিও এর আগে তিনি ছয়বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। অবশেষে তার অস্কার জয়ের আক্ষেপ ঘোচলো। প্রথমবার অস্কার জয়কে তিনি যারা পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচানোর জন্য লড়াই করছেন তাদের প্রতি উৎসর্গ করেন।

এছাড়া ৮৮তম অস্কারে সেরা মুভি নির্বাচিত হয়েছে 'স্পটলাইট'। 'বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে'র অ্যাওয়ার্ডও জিতেছে মুভিটি।  আর সেরা পরিচালক হিসেবে অস্কার পেয়েছেন আলেজান্দ্রো ইনারিতো। 'দ্য রেভেনান্ট' মুভিটির জন্য তিনি অস্কার পান। এটা তার চতুর্থ অস্কার লাভ।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার হলিউডের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে হয় ৮৮তম অস্কার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এতে ২৪টি ক্যাটাগরিতে অস্কার দেয়া হয়।  খবর হিন্দুস্থান টাইমস'র

বিডি-প্রতিদিন/২৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর