৭ মার্চ, ২০১৬ ১৬:৫৬

নির্মাতা খালিদ মাহমুদ মিঠু আর নেই

শোবিজ প্রতিবেদক

নির্মাতা খালিদ মাহমুদ মিঠু আর নেই

না ফেরার দেশে চলে গেছেন পরিচালক ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু। সোমবার দুপুরে ধানমণ্ডির বাসা থেকে রিকশাযোগে যাওয়ার সময় মাথায় গাছ পড়ে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

পারিবারিক সূত্রেখেবর, সোমবার দুপুরের দিকে তিনি ধানমণ্ডির বাসা থেকে রিকশাযোগে কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে তার রিকশার ওপর একটি গাছ আছড়ে পড়ে। এতে তিনি মারাত্মক আহত হন। এরপর দ্রুত তাকে পাশের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারম্নকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে তিনি এমএফএ করেন। তার পরিচালিত প্রথম ছবি 'গহীনে শব্দ'। প্রথম ছবিই তাকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৭ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ১৬তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে 'আরব বাংলাদেশ ব্যাংক পুরস্কার' লাভ করেন।

 

বিডি-প্রতিদিন/ ০৭ মার্চ, ২০১৬/ রশিদা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর