১১ এপ্রিল, ২০১৬ ১৫:২৮

শেষ প্রহর এখন 'ছিটমহল'

অনলাইন প্রতিবেদক

শেষ প্রহর এখন 'ছিটমহল'

বাংলাদেশ-ভারতের ছিটমহলের উপর নির্মিতব্য প্রথম ছবি শেষ প্রহরের নাম পাল্টে রাখা হয়েছে 'ছিটমহল'। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ ও শিমুল খান। ছিটমহলের নাগরিকদের দুঃখ-দুর্দশা, জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে গত বছরের শেষ দিকে শুরু হয় ‘শেষ প্রহর’ ছবির শুটিং। এখন ছবিটির শুটিং প্রায় শেষের দিকে। বর্তমানে বিক্রমপুরের শ্রীনগরের বাড়ৈ খালী ইউনিয়নের শিবরামপুরে চলছে ছবিটির শেষ লটের কাজ। এখানেই শেষ হবে 'শেষ প্রহর'র চিত্রগ্রহণ।

'ছিটমহল’ ছবিটির পরিচালক এইচ আর হাবিব। পাশাপাশি এই ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

জানা গেছে, এটি মূলত একটি দেশপ্রেমের ছবি। ছিটমহলে বসবাসকারী একটি হিন্দু পরিবারের জীবনপ্রবাহের টানাপোড়েন নিয়ে এর কাহিনী আবর্তিত হয়েছে।

বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/রাসেল/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর