৩০ এপ্রিল, ২০১৬ ১১:৩৫
করাচি বিমানবন্দরে হয়রানি

আর পাকিস্তান যাবেন না কবির খান

অনলাইন ডেস্ক

আর পাকিস্তান যাবেন না কবির খান

সম্প্রতি পাকিস্তান সফরে দেশটির করাচি বিমানবন্দরে একদল বিক্ষোভকারীর হাতে হয়রানির শিকার হয়েছেন বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক কবির খান। তাকে উদ্দেশ্যে করে জুতাও প্রদর্শন করেছে বিক্ষোভকারীরা। তবে এ ঘটনা একদমই আমলে নেননি তিনি। এমনকি ভারতীয় গণমাধ্যমকেও বিষয়টি এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বলিউডলাইফডটকমকে দেয়া এক সাক্ষাৎকারেও নিজের অবস্থান পুনরাবৃত্তি করেছেন কবির খান। তিনি জানান, উভয় দেশের জনগণ সহিংসতায় বিশ্বাস করে না বা সহিংসতা চায় না। তাই করাচির ঘটনাটি এড়িয়ে যাওয়া উচিত। নিজের 'ফানতম' মুভিতে পাকিস্তানকে খারাপ আলোতে দেখানোয় বিক্ষোভকারীরা তার প্রতি ক্ষিপ্ত ছিল বলে তিনি জানান। তাই তারা কোনো কথাই শুনছিল না।

এদিকে, করাচির ঘটনার প্রেক্ষিতে পুনরায় পাকিস্তান সফরে যাবেন কিনা এমন এক প্রশ্নে কবির খান অবশ্য ভিন্ন কথা বলেছেন। তিনি পুনরায় দেশটি সফরে যাবেন না বলে তার স্ত্রী মিনি মাথুর তা স্পষ্ট করেছেন বলে তিনি জানান। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

 

বিডি-প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৬/শরীফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর