২ মে, ২০১৬ ১২:৫০

'খাঁচায় বন্দী করা যায় না পরীকে'

শামছুল হক রাসেল

'খাঁচায় বন্দী করা যায় না পরীকে'

কখনো কি শুনেছেন পরীদের খাঁচায় বন্দী করা যায়। যেটা কখনো হয় না সেটা চিন্তা করেও লাভ নেই। আমার বেলায়ও ঠিক তাই। আমি তো মানুষ নই পরী। হি...হি...হি...। আমাকেও বন্দী করা যাবে না। সব সময় ডানা মেলে উড়ে যাব সর্বত্র।' নিজের ক্যারিয়ারের গন্তব্য ও বিচরণ ক্ষেত্র নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বললেন পরীমণি।  

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ায় নিজেকে জড়িয়েছেন হালের আলোচিত এই অভিনেত্রী। মালেক আফসারির পরিচালনায় রক্ত নামের একটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এ ঘোষণার পরপরই অনেকেই বলছেন পরীও হয়তো জাজের অন্য নায়িকাদের মতো নির্দিষ্ট ঘরানায় বেশি থাকবেন। কিন্তু এসব গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পরীমণি বলেন, 'বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে জাজ অন্যতম একটি প্রোডাকশন হাউস। এটি অস্বীকার করার কিছু নেই। তাদের মতো হাউসের সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। তার মানে এই নয়, এখন থেকে শুধু তাদের ছবি করব। এ ধারণাটি ভুল। আমি এফডিসির নায়িকা। প্রতিনিধিত্ব করি আপামর দর্শকদের। সুতরাং এ নিয়ে গুঞ্জনের কিছু নেই।'  

পরীমণি আরও বলেন, 'জাজ ছাড়াও এ পর্যন্ত প্রায় ৩০টি প্রোডাকশনের সঙ্গে কাজ করেছি বা করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ইন্ডাস্ট্রিকে কিছু দিয়ে যেতে চাই। ভালো কাজ করে দর্শক হৃদয়ে জায়গা পেতে চাই। এ জন্য নির্দিষ্ট ঘরানাকে অগ্রাধিকারের প্রয়োজন নেই। ভালো অভিনয় করে ত্বরান্বিত করতে চাই ক্যারিয়ারকে।'

গত সপ্তাহে ঢাকায় 'রক্ত' ছবির মহরতের পর কলকাতায়ও এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে পরীমণি বলেন, 'গত শনিবার কলকাতায় অনুষ্ঠিত হলো এ ছবির মহরত। গতকাল দুপুরে ঢাকায় ফিরেছি। শিগগিরই এর শুটিং শুরু হবে।'  

আজ সোমবার পূবাইলে 'আমার প্রেম আমার প্রিয়া' ছবির শেষ লটের কাজে ব্যস্ত রয়েছে পরীমণি। উল্লেখ্য, শামীমুল ইসলাম শামীমের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে রয়েছেন কায়েস আরজু।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর