৩ মে, ২০১৬ ১১:১৬

পর্নগ্রাফি ছাড়িয়ে এক নম্বরে ‘গেম অফ থ্রোনস’

অনলাইন ডেস্ক

পর্নগ্রাফি ছাড়িয়ে এক নম্বরে ‘গেম অফ থ্রোনস’

এবার পর্নগ্রাফি ছাড়িয়ে টিআরপিতে এক নম্বরে চলে এসেছে মার্কিনি সিরিজ ‘গেমস অফ থ্রোনস’। এক ধাক্কায় ‘পর্নহাব’এর টিআরপি কমে গিয়েছে চার শতাংশ। ‘পর্নহাব’র এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। কারণ পর্ন থেকে মার্কিন সিরিয়াল ‘গেম অফ থ্রোনস’-এ ডুবে আছে এখন গোটা দুনিয়া।

খবরে আসার সময় থেকে ‘গেম অফ থ্রোনস’ সিরিজের জনপ্রিয়তা ছিল শিখরে। প্রথম পর্ব সম্প্রচারের পর প্রমাণ মিলছে তারই। খুব দ্রুত বেড়েছে এই সিরিজের টিআরপি। ‘পর্নহাব’ সমীক্ষায় বলা হয়েছে, যে এক ঘণ্টা টেলিভিশনে সিরিজটি দেখা হয়েছে সেই সময়টা বাদ দিয়েও পরের চার ঘন্টা পর্নসাইটের ভিউয়ারশিপ ছিল নিম্নগামী।

‘আ সং অফ আইস অ্যান্ড ফায়ার’ উপন্যাস অবলম্বনে তৈরি মার্কিনি এই সিরিয়াল ‘গেম অফ থ্রোনস’। বিশ্বের মধ্যে এই সিরিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে।

 

বিডি-প্রতিদিন/ ০৩ মে, ২০১৬/ হিমেল-০৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর