৪ মে, ২০১৬ ১৩:০৭

'ক্যাপ্টেন আমেরিকা'র চমক

অনলাইন ডেস্ক


'ক্যাপ্টেন আমেরিকা'র চমক

সম্প্রতি মুক্তি পেয়েছে মার্বেল কমিকসের ছবি 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার'। এটি 'ক্যাপ্টেন আমেরিকা'র তৃতীয় সিকুয়্যাল। ছবিটি প্রদর্শিত হচ্ছে ব্রাজিল, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ায়। তিন দেশেই ইতোমধ্যে বছরের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ফেলতে সক্ষম হয়েছে 'ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার'। 

মুক্তির পর প্রথমদিনে দক্ষিণ কোরিয়ায় আয় করেছে ২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার! এছাড়াও ব্রিটেনে ছবিটির আয় ছিল ২ কোটি ৬ লাখ মার্কিন ডলার ও ব্রাজিলে ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। 

এভেঞ্জারদের কলহ নিয়েই মূলত 'ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার'-এর গল্প। আর এবারই প্রথমবারের মতো মার্বেল কমিকসের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-কে দেখা যাবে রূপালী পর্দায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ায় ছবিটি ৬ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর