৪ মে, ২০১৬ ১৪:৫৩

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন অমিতাভ-কঙ্গনা

অনলাইন ডেস্ক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন অমিতাভ-কঙ্গনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে অমিতাভ

সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে নেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী।

জনপ্রিয় 'পিকু' মুভিতে অভিনয়ের সুবাদে ২০১৫ সালের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান অমিতাভ। মুভিতে বদমেজাজি ভাস্কর ব্যানার্জি চরিত্রে অভিনয় করেন তিনি। এ নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন বিগ বি।

আর কঙ্গনা 'তনু ওয়েডস মনু রিটার্নস'এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।  এর আগে 'ফ্যাশন'এ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ও 'কুইন'এ সেরা অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পান তিনি।

এদিকে, ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা মুভি হিসেবে 'বাহুবলী : দ্য বিগিনিং'এর পুরস্কারটি গ্রহণ করেন এর পরিচালক এসএস রাজামৌলি। আর 'বাজিরাও মাস্তানি'র জন্য সেরা পরিচালক হিসেবে সঞ্জয়লীলা বানসালিও তার পুরস্কার গ্রহণ করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর