৬ মে, ২০১৬ ১৬:২৭

সিয়াটল চলচ্চিত্র উৎসবে 'মাটির প্রজার দেশে'

অনলাইন ডেস্ক

সিয়াটল চলচ্চিত্র উৎসবে 'মাটির প্রজার দেশে'

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অংশ  হতে যাচ্ছে গুপী বাঘা’র প্রথম পূর্ণদৈর্ঘ্য  চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’।

ছবিটি ‘সিয়াটল আন্তর্জাতিক চলচিত্র উৎসব’-এ আগামী  ২৮ ও ২৯ মে প্রদশিত হবে।

এর আগে ১৯ মে আমেরিকার সিয়াটল শহরে শুরু হবে বর্ণাঢ্য এই চলচিত্র উৎসবের ৪২ তম আসর। 

উত্তর আমেরিকার সবচেয়ে বড় চলচ্চিত্র আসর এটি। এবারের উৎসবে দেড় লাখ দর্শক দেখবে ৭০ টি দেশের ৪শ'র  উপর সিনেমা।

এ উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘মাটির প্রজার দেশে’ ছবিটি। উৎসবে অফিসিয়াল সিলেকশন হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই ছবি। 

ছবিটি’র চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন বিজন, প্রযোজনা করেছেন আরিফুর রহমান। ছবিটি চিত্রায়িত হয়েছে রাজশাহী ও সাভারের ধামরাইতে। সিয়াটলের আমন্ত্রণে উৎসবে অংশগ্রহণ করছেন পরিচালক ও প্রযোজক। 

 

 

 

 

 

বিডি-প্রতিদিন/৬ মে, ২০১৬/ হিমেল-১৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর