Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১ জুন, ২০১৬ ১৩:৫২
সানির দেশি ভার্সন বাণী!
অনলাইন ডেস্ক
সানির দেশি ভার্সন বাণী!

এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে ঝামেলায় জড়িয়েছেন কমল আর খান ওরফে কেআরকে। এবার তিনি লিওনের দেশি ভার্সন বললেন বাণী কাপুরকে।

যশরাজ ফিল্মসের ‘বেফিকর’ ছবির নায়িকা বাণী কাপুর। সেখানে বাণী অভিনয় করছেন রণবীর সিংয়ের বিপরীতে। সম্প্রতি টুইটারে বাণীর একটি ছবি পোস্ট করে কমল আর খান মন্তব্য করেন “আমি বাণী কাপুরে মুগ্ধ। বানী যেন সানি লিওনের দেশি সংস্করণ। ”

বেফিকর একটি রোমান্টিক সিনেমা। ২৩টি চুম্বন দৃশ্য আছে এতে। ছবির ফার্স্ট লুকেও ধরা পড়েছে এই জুটির চুম্বন দৃশ্য। এই প্রথম বলিউডের কোন সিনেমায় এত বেশি চুম্বন দৃশ্য রয়েছে, এমনই ধারণা করা হচ্ছে। পরিচালনা ও প্রযোজনায় আছেন  আদিত্য চোপড়া। এবছরই ডিসেম্বর মাসের ৯ তারিখে সম্ভবত ছবিটি মুক্তি পাবে।


বিডি প্রতিদিনি/ ০১ জুন ২০১৬/ হিমেল-১৯

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow