Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ১ জুন, ২০১৬ ২২:১৮
গীতা বালির চরিত্রে বিদ্যা (ভিডিও)
অনলাইন ডেস্ক
গীতা বালির চরিত্রে বিদ্যা (ভিডিও)

ভগবান দাদার এই মারাঠি বায়োপিকে অভিনয় করেছেন বিদ্যা বালান। শাম্মি কাপুরের স্ত্রী গীতা বালির চরিত্রে।

সম্প্রতি মুক্তি পেল এই ছবির আইটেম 'শোলা যো ভড়কে'! যেখানে যৌবনডাকে ফুলে ও আগুনে সেজে উঠেছে বিদ্যা বালান।

এক আলবেলা’ একটি মারাঠি ছবি। বলিউডের এক সময়ের ডাকসাইটে নায়ক ভগবান দাদাকে নিয়েই তৈরি! ভগবান দাদার এই মারাঠি বায়োপিকেই অভিনয় করেছেন বিদ্যা বালান। শাম্মি কাপুরের স্ত্রী গীতা বালির চরিত্রে। এবং অবিশ্বাস্য ভাবে বিদ্যা হয়ে উঠেছেন হুবহু গীতা বালি! সেই ঈষৎ পৃথুলা দেহভঙ্গিমা, সেই মায়ামদির চাহনি, সেই কোমলে-কঠোরে ব্যক্তিত্ব- কে বলবে গীতা বালি ফিরে আসেননি!

তেমনই খুব নিখুঁত ভাবে ভগবান দাদা হয়ে উঠেছেন মারাঠি অভিনেতা মঙ্গেশ দেশাইও।

বিডি-প্রতিদিন/ ০১ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow