Bangladesh Pratidin

প্রকাশ : ৬ জুন, ২০১৬ ০৯:২৮
আপডেট :
বান্ধবীকেই বিয়ে করলেন গায়ক বেনি দায়াল
অনলাইন ডেস্ক
বান্ধবীকেই বিয়ে করলেন গায়ক বেনি দায়াল

বলিউডের প্লেব্যাক গায়ক বেনি দায়াল জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। মডেল-অভিনেত্রী বান্ধবী ক্যাথেরিন থানগামকে বিয়ে করেছেন জনপ্রিয় 'বাদতামিজ দিল' গানের এই গায়ক। ৩২ বছর বয়সী এই জনপ্রিয় গায়কের বিয়ের কথা নিশ্চিত করেছেন সংগীত পরিচালক বিশাল দাদলানি। বিয়ের ভেন্যুতে নব-দম্পতির সঙ্গে তোলা নিজের একটি ছবি টুইটারে পোস্ট করেন তিনি। খবর পিটিআই'র

বিডি-প্রতিদিন/৬ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow