Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৭ জুন, ২০১৬ ১১:২২
প্রথমবারের মতো সেনা অফিসারের ভূমিকায় প্রসেনজিৎ
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো সেনা অফিসারের ভূমিকায় প্রসেনজিৎ

সময়ের সঙ্গে বদলে গেছে ভারতীয় বাংলা সিনেমার হালচাল। আর সেই বদলে যাওয়া সিনেমার সঙ্গে নিজেকে পাল্টে ফেলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে শুধু ভারতীয় বাংলা ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডেও সমানভাবে রয়েছে তার ব্যাপ্তি। সেখানেই প্রথমবার সেনা অফিসার হিসেবে অভিনয় করতে চলেছেন তিনি।

অনেক প্রতিকূলতা এসেছে কিন্তু কখনো হাল ছাড়েননি। বাংলা ছবি নিয়ে যে লড়াই তিনি শুরু করেছেন তা কখনও থামেনি। এই লড়াইয়ের কাহিনি এবার বলিউডের পর্দায়। পাক-ভারত সম্পর্কে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক নিরঙ্গ দেশাই। ছবির নাম 'প্রিজনার্স'।

আর এ ছবিতে অন্যতম প্রধান এক চরিত্রে দেখা যাবে পশ্চিম বাংলার প্রসেনজিৎকে। তিনি জানিয়েছেন, তার আগামী ছবিতে তিনি প্রথমবার সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন। এখনও ভারতীয় সেনার ভূমিকায় তাকে দেখেনি দর্শক। জওয়ান হিসেবে তাই তার নজর কাড়া অভিনয়ের প্রত্যাশাতেই তাকিয়ে থাকবে দর্শক।

বিডি-প্রতিদিন/ ০৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow