Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১১ জুন, ২০১৬ ১২:২৪
আপডেট : ১১ জুন, ২০১৬ ১২:২৫
'বয়স প্রকাশের ক্ষেত্রে আমার লজ্জা হয় না'
অনলাইন ডেস্ক
'বয়স প্রকাশের ক্ষেত্রে আমার লজ্জা হয় না'

নিজের বয়স প্রকাশ করার ক্ষেত্রে কখনো লজ্জাবোধ করেন না জানিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নির্দ্বিধায় নিজের বয়স কত তা বলে যান বলে নিজের ৩১তম জন্মদিনে সাংবাদিকদের বলেন 'নীরজা'খ্যাত এ অভিনেত্রী। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের

গত ৯ জুন ছিল অনীল তনয়া সোনমের ৩১তম জন্মদিন। ১৯৮৫ সালের এদিনে মুম্বাইয়ে অনীল ও সুনীতা কাপুরের ঘরে জন্ম নেন তিনি।

জন্মদিনে ৫ ফুট ৯ ইঞ্চি লম্বা বলিউডের ফ্যাশন আইকন সোনম সাংবাদিকদের বলেন, 'আমার বয়স যে ৩১ বছর তা আমি বলি। বয়স প্রকাশ করার ক্ষেত্রে আমার কোনো লজ্জা নেই। '

চলতি বছর মুক্তি পাওয়া 'নীরজা' মুভিতে চমৎকার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সোনম। বলা যায়, বছরের শুরুটা বেশ চমৎকার হয়েছে তার।

এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ' প্রতিটি বছরই অামার জন্য বেশ চমৎকার যাচ্ছে ও প্রত্যেক বছর তা আরো ভালো যাচ্ছে। আমি কোনো কিছুকে খারাপ বা ভালো বিবেচনা করি না। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করি। '


বিডি-প্রতিদিন/১১ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow