Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জুন, ২০১৬ ০৯:১৬
আপডেট : ১৩ জুন, ২০১৬ ০৯:১৭
রিতেশ দম্পতির দ্বিতীয় সন্তানের নাম 'রাহিল'
অনলাইন ডেস্ক
রিতেশ দম্পতির দ্বিতীয় সন্তানের নাম 'রাহিল'

বলিউডের সেলিব্রেটি দম্পতি রিতেশ ও জেনেলিয়া দেশমুখ গত ১ জুন দ্বিতীয়বারের মতো বাবা-মা হয়েছেন। ওইদিন তাদের ঘর আলো করে আসে একটি ফুটফুটে ছেলে সন্তান। এর ফলে এ দম্পতির প্রথম সন্তান রিয়ান পায় একজন খেলার সঙ্গী। বাবা রিতেশ তার প্রথম সন্তান রিয়ানের মাধ্যমেই টুইটারে এ খুশির খবর শেয়ার করেছিলেন। আর এবার টুইটারে এক পোস্টে নিজের দ্বিতীয় সন্তানের নামের কথা জানালেন এই অভিনেতা।   রিয়ানের ছোটো ভাইকে 'রাহিল' হিসেবে ডাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow