১৩ জুন, ২০১৬ ১২:২৩

'উড়তা পাঞ্জাব'কে ক্লিয়ারেন্স সেন্সর বোর্ডের

অনলাইন ডেস্ক

'উড়তা পাঞ্জাব'কে ক্লিয়ারেন্স সেন্সর বোর্ডের

মাদকের ভয়াবহতার উপর নির্মিত বিতর্কিত মুভি 'উড়তা পাঞ্জাব'কে ক্লিয়ারেন্স দিয়েছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে মুভিটির ১৩টি দৃশ্য কাটছাট করে একে 'এ' সার্টিফিকেট [শুধু প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য] দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেন্সর বোর্ডের চেয়ারম্যান পাহলাজ নিহালানি আজ দিল্লিতে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের একথা জানান। এখন মুভিটির নির্মাতারা এ বিষয়ে আদালত বা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যাবেন কিনা এটা একান্তই তাদের ব্যাপার বলেও জানান তিনি। খবর ইন্ডিয়া টুডে'র

পাহলাজ নিহালানি সাংবাদিকদের বলেন, 'এ ব্যাপারে সেন্সর বোর্ডের যা করার ছিল তার সমাপ্তি ঘটেছে। কোর্ট বা ট্রাইব্যুনালে যাওয়া না যাওয়ার বিষয়টি এখন কেবলই মুভিটির নির্মাতাদের ব্যাপার। আদালত যে আদেশ দিবেন আমরা তা বাস্তবায়ন করবো।'

এদিকে, এরই মধ্যে মুভিটির নির্মাতারা সেন্সর বোর্ড কর্তৃক কিছু দৃশ্য কাটছাটের সুপারিশের বিপক্ষে বোম্বে হাইকোর্টে আবেদন করেছেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষ করেছে। আজ এ বিষয়ে বোম্ব হাইকোর্টের রায় দেয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, অভিষেক চবে পরিচালিত ও শহীদ কাপুর অভিনীত 'উড়তা পাঞ্জাব' আগামী ১৭ জুন মুক্তির কথা রয়েছে। এতে আরো অভিনয় করেছেন কারিনা কাপুর, আলিয়া ভাট ও দিলজিত দোসাঞ্জ। পাঞ্জাবের তরুণদের মাঝে মাদকাসক্তির বিষয়টি মুভিটির মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয়েছে।

 

বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৬/শরীফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর