Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৬ জুন, ২০১৬ ১১:১৫
আপডেট :
একশ' কোটি রুপি ছাড়িয়ে 'হাউসফুল ৩'র আয়
অনলাইন ডেস্ক
একশ' কোটি রুপি ছাড়িয়ে 'হাউসফুল ৩'র আয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার যেন সাফল্যের বন্যায় ভাসছেন। প্রথম মুভি 'এয়ারলিফট'র সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় মুভি 'হাউসফুল ৩'ও বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। মুক্তির ১২ দিনের মাথায় গতকাল পর্যন্ত এটি শুধু ভারতে আয় করেছে একশ' কোটি রুপির বেশি। বলিউড মুভির বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ এক টুইট বার্তায় একথা জানান। খবর ইন্ডিয়া টু্ডে'র
সাজিদ-ফরহাদ পরিচালিত 'হাউসফুল ৩' মুভিটি গত ৩ জুন মুক্তি পায়। মুক্তির প্রথম দিনেই এটি ১৫.৪০ কোটি রুপি আয় করেছিল যা প্রথম দিনেই আয়ের দিক দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর থেকে প্রতিদিনই এটির আয় বেড়ে চলেছে।

কমেডি ধাঁচের 'হাউসফুল ৩' মুভিতে অক্ষয়  ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, লিজা হেইডন ও জ্যাকুলিন ফার্নান্দেজ।

এদিকে, 'হাউসফুল ৩'র সাফলে এর পরবর্তী সংস্করণ অর্থাৎ 'হাউসফুল ৪'ও নির্মাণের ঘোষণা দিয়েছেন এর নির্মাতা সাজিদ নাদিয়াদোয়ালা। খুব শিগগিরই এটি নির্মাণ শুরু হবে বলে পিটিআইকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

 

বিডি-প্রতিদিন/১৬ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow