Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ১৮ জুন, ২০১৬ ১৩:৫৫
আপডেট : ১৮ জুন, ২০১৬ ১৪:০০
বিপাশাকে ১০ কোটি রুপির বাড়ি উপহার দিয়েছেন সালমান!
অনলাইন ডেস্ক
বিপাশাকে ১০ কোটি রুপির বাড়ি উপহার দিয়েছেন  সালমান!
করণ সিং গ্রোভার, বিপাশা ও সালমান খান

বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ের উপহার হিসেবে সুপারস্টার ও বন্ধু সালমান খান ১০ কোটি রুপি মূল্যের একটি বাড়ি উপহার দিয়েছেন বলে গুজব ছড়িয়েছে। এমনকি এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে খবরও বেরিয়েছে। তবে এসব খবর ও গুজবকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বিপাশা। এক টুইট বার্তায় একে স্রেফ 'ননসেন্স' বলে দেন নাকচ করে তিনি। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের

চলতি বছরের ৩০ এপ্রিল দীর্ঘদিনের বন্ধু অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা বসু। বিয়ের অনুষ্ঠানে বলিউডের সেলিব্রেটিদের মধ্যে অভিনেতা সালমান খানও উপস্থিত ছিলেন।

'বজরঙ্গি ভাইজান'খ্যাত তারকা সালমানের কাছ থেকে বাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে টুইটে বিপাশা লিখেন, 'এ যাবৎ আমার মিডিয়ায় পড়া সবচেয়ে বড় ফাও খবর হচ্ছে এটি। কেন কারো কাছ থেকে আমি এরকম একটি উপহার নেবো?'

বিডি-প্রতিদিন/১৮ জুন ২০১৬/শরীফ

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow