Bangladesh Pratidin

প্রকাশ : ২০ জুন, ২০১৬ ১৬:০২
আপডেট :
'ঘাড়ত্যাড়া' মজনু জাহিদ হাসান
অনলাইন ডেস্ক
'ঘাড়ত্যাড়া' মজনু জাহিদ হাসান

মজনু প্রচণ্ড রাগী। যখন তখন রেগে যায়। আর তার এই রগচটা স্বভাবের কারণে সবাই তাকে 'ঘাড়ত্যাড়া' মজনু নামে ডাকে। কিন্তু হঠাৎ একদিন ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে সত্যি সত্যি মজনুর ঘাড়টা বাকা হয়ে গেছে। পীর ফকির দেখিয়েও প্রতিকার পায় না সে। লজ্জায় সে রাস্তায় বোরকা পরে বের হয়। বাবা চিন্তা করে ছেলের একটা বিয়ে দিতে পারলে হয়ত ওর এই সমস্যার সমাধান হবে।

যেই ভাবা সেই কাজ। শুরু হয় মেয়ে দেখা। মেয়ের বাড়ি থেকে লোকজন আসে মজনুকে দেখতে। কিন্তু ঘাড়ত্যাড়া মজনুর কাছে কেউ কী আসলে মেয়ে বিয়ে দেবে? আর কোনোদিনই কী সোজা হবে মজনুর ঘাড়? এই সবের প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে মাছরাঙার ঈদ আয়োজনে।

৬ পর্বের এই নাটকে মজনু চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার সঙ্গে আছেন তানজিন তিশা, মিলন ভট্টসহ অনেকে। নাটকটি লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন রুমান রুনি। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটকটি।

বিডি-প্রতিদিন/২০ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow