Bangladesh Pratidin

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ০৮:২৪
আপডেট :
সাব্বির-ইমনের 'হানিমুন এক্সপ্রেস'
অনলাইন ডেস্ক
সাব্বির-ইমনের 'হানিমুন এক্সপ্রেস'

প্রেমে ব্যর্থ হয়ে দুই বন্ধু। কোনো উপায় না দেখে অতঃপর আত্মহত্যা করবেন বলে সিলেট গিয়েছেন। কিন্তু তাদের আত্মহননের পথে বাধা হয়ে দাঁড়ালেন এক বয়স্ক ভদ্রলোক (আবুল হায়াত) ও তার স্ত্রী (দিলারা জামান)। তারা উপদেশ দিলেন, মরে না গিয়ে ভালো কাজের মাধ্যমে নিজেদের বাঁচিয়ে রাখতে।

এরপর বয়স্ক ভদ্রলোক তাদেরকে নিজের একটি বাস উপহার দিলেন। এবং সেই বাসটির মাধ্যমেই টাকা উপার্জন করতে বললেন। দুই বন্ধু মিলে সেই বাসটির নাম দিলেন 'হানিমুন এক্সপ্রেস'। কারণ তাদের এই বাসটি শুধুমাত্র দম্পতিদের হানিমুনে যাওয়ার জন্য ব্যবহার করা হতো। একসময় ওদের বাসটি অনেক জনপ্রিয় হয়ে উঠলো। আর এভাবেই এগিয়ে নাটকের গল্প।

এস এ হক অলিকের রচনা ও পরিচালনার এই নাটকটিতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির ও ইমন। এবং তাদের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া ও অহনা। এছাড়া একুশে টিভিতে প্রচার হবে 'হানিমুন এক্সপ্রেস'।

বিডি-প্রতিদিন/২২ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow