Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২২ জুন, ২০১৬ ১১:৪৮
আপডেট : ২২ জুন, ২০১৬ ১১:৫০
মুক্তির ১২ ঘণ্টায় সুপারহিট ‘মহেঞ্জো দারো’র ট্রেলার (ভিডিও)
অনলাইন ডেস্ক
মুক্তির ১২ ঘণ্টায় সুপারহিট ‘মহেঞ্জো দারো’র ট্রেলার (ভিডিও)

‘যোধা আকবর’-এর পরে আবারও ইতিহাস নিয়ে তৈরি কোন ছবিতে হৃতিক রোশন। তাই ‘মহেঞ্জো দারো’-তে হৃতিকের লুক কেমন হবে তা নিয়ে যেমন আগ্রহ ছিল, একই সঙ্গে ছবির ট্রেলার নিয়েও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছিল। সেই অপেক্ষার অবসান হল।

মুক্তি পেল ‘মহেঞ্জো দারো’-র অফিসিয়াল ট্রেলার। আগামী ১২ অগস্ট মুক্তি পাবে এই ছবি। কিন্তু ট্রেলার দেখলে ছবি দেখার লোভ সামলানো মুশকিল। হৃতিকের নতুন লুকস দর্শকদের আগ্রহ অনেক বাড়িয়ে দিচ্ছে।

আর তাই ইউটিউবে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে তা প্রায় দশ লক্ষবার দেখে ফেলেছেন দর্শকরা। দেখুন ‘মহেঞ্জো দারো’-র সেই অফিসিয়াল ট্রেলার—

 

বিডি প্রতিদিন/২২ জুন ২০১৬/হিমেল-০৬

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow