Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৩ জুন, ২০১৬ ১৬:২৯
আপডেট : ২৩ জুন, ২০১৬ ১৬:৩১
কাঁদলেন রিহানা (ভিডিওসহ)
অনলাইন ডেস্ক
কাঁদলেন রিহানা (ভিডিওসহ)

কনসার্ট চলছিল, তার মধ্যেই ঝরঝর করে কেঁদে ফেললেন রিহানা। ডাবলিনে ‘অ্যান্টি ওয়ার্ল্ড ট্যুর-এর কনসার্ট চলাকালীন এমনটাই ঘটেছে বলে জানা গেছে।  

আচমকা কাঁদলেন কেন রিহানা এমন প্রশ্নের উত্তর হলো এমিনেম’এর সঙ্গে গাওয়া রিহানার বিখ্যাত ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ গানই এর কারণ। কনসার্টের ইনস্টাগ্রাম ভিডিও দেখাচ্ছে, গানটা কয়েক লাইন গাওয়ার পরেই চোখে পানি রিহানার। মঞ্চে প্রিয় গায়িকা যখন কেঁদে ভাসাচ্ছেন, অগণিত ভক্তও মঞ্চের ওপারে রিহানার গাওয়া গানটার বাকি লাইনগুলো চিৎকার করে গাইতে লাগলেন।  

 

 

বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow