Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ জুন, ২০১৬ ২১:৫৩
আপডেট : ২৪ জুন, ২০১৬ ২২:০২
হলিউডের ছবিতে সোনম কাপুর!
অনলাইন ডেস্ক
হলিউডের ছবিতে সোনম কাপুর!

হলিউডে নাম লেখিয়েছেন বলিউডের অনেক তারকা। দীপিকা পাড়ুকোন, প্রিয়াংকা চোপড়া ছাড়াও হলিউডে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই, অমিতাভ বচ্চন, ইরফান খানের মতো তারকারা।

এবার প্রশ্ন উঠেছে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরও কি সেই খাতায় নাম লেখাচ্ছেন? হঠাৎ উড়ে গিয়েছেন আমেরিকায়। যারা সোশ্যাল মিডিয়ায় সোনমকে ফলো করেন, তারা সকলেই জানেন যে, নিজের সবকিছুর আপডেট সোনম তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দিতে থাকেন।

কিন্তু এবার সোনম চুপি চুপি উড়ে গিয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এ বিষয়ে টুইটারে কোনো টুইট তিনি করেননি, ফেসবুকে কোনো স্ট্যাটাসও দেননি, এমনকি ইনস্টাগ্রামেও কোনো ছবিও পোস্ট করেননি। আর তাই তো অনেকের মনে সন্দেহ জেগেছে, নিশ্চয়ই সোনম হলিউডের কোনো ছবিতে অডিশন দিতে লস অ্যাঞ্জেলসের পথে রওনা দিয়েছেন।

সোনমের যেকোনো বিদেশযাত্রায় সফরসঙ্গী হন তার ছোট বোন রিয়া কাপুর। এবার রিয়াও যাননি তার সঙ্গে। তাই বোঝাই যাচ্ছে, এই সফর শুধুই ছুটি কাটানোর উদ্দেশ্যে নয়। হয়তো কাজের জন্যই এবার লস অ্যাঞ্জেলসে গিয়েছেন সোনম।

বিডি-প্রতিদিন/ ২৪ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow