Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৫ জুন, ২০১৬ ০৯:৫৫
আপডেট : ২৫ জুন, ২০১৬ ১০:৩২
কারেন্ট গেলে ভয় পাবেন না!
অনলাইন ডেস্ক
কারেন্ট গেলে ভয় পাবেন না!

দু'জন যুবক শহরে একটি বাড়িতে ভাড়া থাকেন। একদিন ওই বাড়িতে লোডশেডিং হয়। নির্ধারিত সময়ের পর সব ফ্ল্যাটে বিদ্যুৎ এলেও তাদের ঘরে আসে না। ঘন্টাখানেক পর থেকে একবার আসে তো আবার যায়- এমন অস্থির পরিস্থিতি। এমন ভৌতিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'কারেন্ট গেলে ভয় পাবেন না'।

 

এতে দুই রুমমেটের ভূমিকায় দেখা যাবে মোশাররফ করিম ও সাজু খাদেম। এ ছাড়া আছেন নিশা। তিনি মোশাররফ-সাজুর আগেই ওই বাসায় ভাড়া থাকতেন। কিন্তু একদিন সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে নিশার মৃত্যু হয়। এরপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে নাটকটির গল্পের সমাপ্তি ঘটে। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটি নির্মাণ কাজ শেষ হয়েছে।

 

মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমেল হক। আসন্ন ঈদুল ফিতরে বেসরকারি টিভি চ্যানেল জিটিভিতে নাটকটি প্রচারিত হবে।

 

 

 

 

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow