২৫ জুন, ২০১৬ ১৩:৩৩

পাকিস্তানে মুক্তি পাচ্ছে না 'উড়তা পাঞ্জাব'

অনলাইন ডেস্ক

পাকিস্তানে মুক্তি পাচ্ছে না 'উড়তা পাঞ্জাব'

পাকিস্তান সেন্সরবোর্ডের সঙ্গে মতভেদের কারণে দেশটিতে মুক্তি পাচ্ছে না ‘‌উড়তা পাঞ্জাব’‌। পাক সেন্সর বোর্ডের প্রধান মুবাসির হাসানের বক্তব্য ছিল, ছবির কিছু দৃশ্য ‘পাকিস্তান-বিরোধী’ এবং ‘আপত্তিকর’! সব মিলিয়ে ১০০টি দৃশ্য কেটে বাদ দিলেই ছবিটির মুক্তি নিয়ে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু তার এই প্রস্তাবে পিছিয়ে আসেন ছবির নির্মাতারা। 

পরিচালক অভিষেক চৌবে বলেন, পাকিস্তানে ছবিটি মুক্তি না পেলে আমাদেরই ক্ষতি। একটি বিশেষ সামাজিক বার্তা দিতেই ছবিটি তৈরি করেছিলাম। কিন্তু ১০০টি দৃশ্য ছেঁটে ফেললে ছবিটি দেখার কোনো মানেই হয় না। দেশে আইনি পথে নিজেদের অধিকার আদায় করে নিতে পেরেছি। প্রতিবেশি দেশে সেই অবকাশ নেই। তাই ছবিটি সেখানে মুক্তি না পাওয়াই ভালো বলে মনে হয়েছে।

এদিকে, ভারতীয় সেন্সর বোর্ডও 'উড়তা পাঞ্জার' থেকে ৮৯টি দৃশ্য বাদ দিতে বলেছিল। কিন্তু আদালতের হস্তক্ষেপে মাত্র একটি দৃশ্য ছেঁটেই সেটি মুক্তি পায়। 
 

বিডি-প্রতিদিন/ ২৫ জুন, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর