Bangladesh Pratidin

প্রকাশ : ২৫ জুন, ২০১৬ ২৩:০৭
আপডেট :
আনকাট সেন্সর সনদ পেল সুলতান
অনলাইন ডেস্ক
আনকাট সেন্সর সনদ পেল সুলতান

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সালমান খান অভিনীত ‘সুলতান’কে কোন প্রকার কাটছাট ছাড়াই মুক্তির ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ছবিটি জমা পড়ে সেন্সর বোর্ডে। শনিবার ছবিটি নিয়ে নিজেদের মতামত জানিয়ে দেয় সেন্সর বোর্ড। শুধু কর্তনবিহীনই নয়, সুলতানকে দেয়া হয়েছে ইউএ সার্টিফিকেটও। ছবিটির গল্প এবং অভিনয় দুর্দান্ত বলে রায় দিয়েছে সেন্সর বোর্ড।
 
এদিকে, ধর্ষিতা নারীদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করে বেশ বেকায়দায় রয়েছেন বজরঙ্গি ভাইজান। সবকিছু ঠিকঠাক থাকলে তার অভিনীত ‘সুলতান’ আসছে ঈদে মুক্তি পাবে।

ছবিটিতে কুস্তিগীর সুলতানের ভূমিকায় দেখা যাবে সালমানকে আর তার বিপরীতে আরফাহ চরিত্রে থাকবেন বলিউড ডিভা আনুষ্কা শর্মা।  

বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow