Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ জুন, ২০১৬ ১১:১১
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১২:১২
ইমরান হাশমির সঙ্গে অভিনয়ে ঐশ্বরিয়ার 'না'
অনলাইন ডেস্ক
ইমরান হাশমির সঙ্গে অভিনয়ে ঐশ্বরিয়ার 'না'

মিলন লুথ্রিয়ার পরবর্তী মুভিতে অভিনয়ের জন্য বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর বেরিয়েছে। এখনো নাম ঠিক না হওয়া মুভিটিতে অভিনয়ের জন্য ঐশ্বরিয়া শুরুর দিকে রাজি ছিলেন বলেও বলা হচ্ছে। এর একটি চরিত্রে আছেন অজয় দেবগান। আর ঐশ্বরিয়াকে অভিনয় করতে হতো মহারাণী গায়ত্রি দেবীর একটি চরিত্রে। কিন্তু যখনই শুনেছেন এই চরিত্রে অভিনয় করতে গিয়ে ঐশ্বরিয়াকে বেশ কয়েকটি দৃশ্যে 'কিস মাস্টার' খ্যাত ইমরান হাশমির মুখোমুখি হতে হবে তখনই নাকি অভিনয়ের ব্যাপারে অসম্মতি জানান তিনি।

অবশ্য এমরানের সঙ্গে ঐশ্বরিয়ার অভিনয়ে অসম্মতির পেছনে অন্য একটি ঘটনা রয়েছে। ২ বছর আগে চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক করণ জোহরের একটি টকশোতে ঐশ্বরিয়াকে 'প্লাস্টিক' বলে মন্তব্য করেছিলেন ইমরান। আর এই মন্তব্যে এই অভিনেত্রী তখন বেশ নাখোশ হয়েছিলেন। ইমরান বা মিলন লুথ্রিয়া একথা ভুলে গেলেও ভুলেননি ঐশ্বরিয়া। মূলত এ কারণেই মুভিটিতে অভিনয় না করার কথা ঐশ্বরিয়া জানিয়ে দেন বলে খবরে বলা হয়। তবে এ ব্যাপারে মিলন লুথ্রিয়ার কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর বোম্বে টাইমস'র

বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow