Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ জুন, ২০১৬ ১৫:৫৫
আপডেট : ২৬ জুন, ২০১৬ ১৬:০০
'অল ইজ ওয়েল' বিটুইন দীপিকা-রনবীর
অনলাইন ডেস্ক
'অল ইজ ওয়েল' বিটুইন দীপিকা-রনবীর

কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে বলিউড অভিনেতা রবনীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের মধ্যকার সম্পর্ক নাকি ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। সম্পর্কের অবনতির শুরু নাকি প্যারিসে 'বেফিকরে' মুভির সেটে রনবীর ও দীপিকার মধ্যকার কোনো কিছু নিয়ে তর্কাতর্কির মধ্য দিয়ে। খবরে বলা হয়, দীপিকা দু'জনের মধ্যকার সম্পর্ককে প্রকাশ্যে যেভাবে দেখেন এতে নাকি সন্তুষ্ট নন রনবীর। আর এ থেকেই তাদের মধ্যকার সম্পর্কের অবনতির শুরু বলে গুজব ছড়ায়। তবে স্পেনে ২৫ জুন অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অনুষ্ঠানে তাদের কিছু ছবি বলছে ভিন্ন কথা। এসব ছবিতে দু'জনকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। এর মধ্য দিয়ে সমস্ত গুজবের অবসান হলো বলে মনে করা হচ্ছে। দীপিকার ফ্যান ক্লাবগুলোর একটি টুইটারে এসব ছবি শেয়ার করে।

এদিকে, দীপিকা ও রনবীরকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল গত বছরের ব্লকবাস্টার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী মুভি 'বাজিরাও মাস্তানি'তে। সঞ্জয় লীলা বানসালির পরবর্তী মুভি 'পদ্মাবতী'তে এ দু'জন থাকছেন বলে বিভিন্ন খবরে বলা হচ্ছে। তবে বানসালি এ খবরে মুখে কুলুপ এঁটে আছেন। খবর ইন্ডিয়া টুডে'র

বিডি-প্রতিদিন/২৬ জুন ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow