Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৭ জুন, ২০১৬ ১৬:৩২
আপডেট : ২৭ জুন, ২০১৬ ১৭:২২
বিয়ের আগেই বাবা হলেন তুষার কাপুর!
অনলাইন ডেস্ক
বিয়ের আগেই বাবা হলেন তুষার কাপুর!

বিয়ে না করেই বাবা হলেন বলিউড তারকা তুষার কাপুর। সম্প্রতি কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম দিয়েছেন নিজের প্রথম সন্তান। আর এ নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই কাপুর পরিবারে। পরিবারের প্রথম নাতি পেয়ে বেশ খুশি তুষারের বাবা বলিউড তারকা জিতেন্দ্র কাপুর ও মা শোভা কাপুর।

জানা গেছে, ভারতীয় চিকিৎসক ফিরুজা পারিখের নেতৃত্বে একটি চিকিৎসক দল আইভিএফ বা কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম দেন তুষার কাপুরের প্রথম সন্তান। সন্তানের নামও ঠিক করে ফেলেছেন বাবা তুষার কাপুর। নাম দিয়েছেন লক্ষ্য।

এদিকে এক সংবাদ বিবৃতিতে তুষারের বাবা-মা জানান, ''লক্ষ্যের দাদা-দাদী হতে পেরে আমরা বেজায় খুশি। তুষারের এই সিদ্ধান্তের প্রতি আমাদের সবসময়ই সমর্থন ছিলো। তুষার প্রমাণ করলো সে কতোটা দয়াবান এবং দায়িত্বশীল। লক্ষ্যের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের কাম্য। সবাই ওর জন্য আশির্বাদ করবেন। '' সূত্র: এনডিটিভি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow