Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৭ জুন, ২০১৬ ২১:৩৩
আপডেট : ২৭ জুন, ২০১৬ ২১:৫১
নিজেকে শিবের মা দাবি করলেন সোফিয়া হায়াত (ভিডিও)!
অনলাইন ডেস্ক
নিজেকে শিবের মা দাবি করলেন সোফিয়া হায়াত (ভিডিও)!

বলিউড তারকা সোফিয়া হায়াত শোবিজ অঙ্গন ছেড়ে ধর্মীয় সেবিকা হিসেবে কাজ করে যাচ্ছেন। নিজের নতুন নাম দিয়েছেন ‘গায়া মাদার সোফিয়া’। এটা পুরান খবর, নতুন খবর হলো তিনি সম্প্রতি নিজেকে হিন্দু দেবতা শিবের মা দাবি করেছেন।

বলিউড ছাড়ার পর এক প্রকার সন্ন্যাসী হয়ে জীবনযাপন করছিলেন এই তারকা। বিভিন্ন মন্দিরে মন্দিরে বসেই ঘণ্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন থাকতেন তিনি। সম্প্রতি ভারতের বিভিন্ন শিবমন্দির ঘুরে বেড়াচ্ছেন এ তারকা। আর সেই সুবাদেই গিয়েছিলেন আওরঙ্গবাদের শিবমন্দিরে। সেখানে নাকি ঘণ্টা দুয়েক ধ্যানমগ্নও ছিলেন।

তবে মন্দির থেকে বেরিয়ে নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন সোফিয়া। ভিডিওটিতে দেখা গেছে, ‘শিবলিঙ্গের সামনেই তিনি বসে ধ্যান করছেন। কোনোভাবেই শিবলিঙ্গ থেকে চোখ সরাতে পারছিলেন না তিনি। এতে নাকি সোফিয়া তার আসল পরিচয় খুঁজে পেয়েছেন। ’

এছাড়া নিজেকে শিবের জন্মদাতা মা হিসেবে দাবি করেছেন! শিব নাকি তার গর্ভ থেকেই জন্ম নিয়েছেন। এখন শিবলিঙ্গের অপার্থিব চৌম্বক টান তিনি শরীরজুড়ে অনুভব করতে পেরেছেন। ভিডিওতে কথা বলতে বলতে কেঁদেও ফেলেছেন সোফিয়া।

বিডি-প্রতিদিন/ ২৭ জুন ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow