Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ২৯ জুন, ২০১৬ ১৫:৪৬
আপডেট : ২৯ জুন, ২০১৬ ১৬:৪৩
শ্রাবন্তীর বাগদান ৮ জুলাই
অনলাইন ডেস্ক
শ্রাবন্তীর বাগদান ৮ জুলাই

আসন্ন ঈদে দুই বাংলায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি 'শিকারী'। ছবিতে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী শ্রাবন্ত্রীকে। কিছুদিন আগেই যিনি ছবির প্রচারে ঢাকায় এসেছিলেন। ভক্তদের জন্য সুসংবাদ, ঈদের পরপরই সুপারমডেল প্রেমিক কৃষাণ ব্রজের সঙ্গে বিয়ের কাজটা এক ধাপ এগিয়ে নিচ্ছেন ২৭ বছর বয়সী এই অভিনেত্রী।

৩৬তম বঙ্গ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শ্রাবন্তী। যাওয়ার আগে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আগামী ৬ জুলাই ফিরবো। ৮ জুলাই আমার বাগদান হবে। তাই আমার পরিবার সবকিছুর প্রস্তুতি নিচ্ছে। ওইদিন সকালে বাড়িতে পূজা হবে। তখন বাবার দেওয়া লাল শাড়ি পরবো। '

আংটি বদলের পর বেড়াতে ইউরোপ যাবেন শ্রাবন্তী ও কৃষাণ। তবে বাগদানের পরপরই তারা পা রাখবেন বৈষ্ণ দেবীতে। সেখানেই তারা একে অপরকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। উপহার হিসেবে পরস্পরকে দেওয়ার জন্য উভয়ে হীরের আংটি কিনেছেন। আর আগামী বছর তারা সাত পাকে বাঁধা পড়বেন।

বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow