Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১ জুলাই, ২০১৬ ১৬:০১
আপডেট : ১ জুলাই, ২০১৬ ১৬:২৯
সোমবার দেশে ফিরছেন পরী
অনলাইন প্রতিবেদক:
সোমবার দেশে ফিরছেন পরী

'দেশের সবাইকে মিস করছি। দার্জিলিং-এ শুটিং প্রায় শেষ। সবকিছু ঠিক থাকলে সোমবার ঢাকায় ফিরবো। ' বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে নিজের প্রত্যাবর্তনের কথা এভাবেই জানালেন অভিনেত্রী পরীমণি। তিনি বলেন, 'আজ শুক্রবার শিলিগুড়ির একটি গির্জায় শুটিং করবো । ইতোমধ্যে এখানকার সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। দু'একদিনের মধ্যে কলকাতায় ফিরে উড়াল দিব ঢাকায়। চেষ্টা করবো সোমবার রাতে ঘরে ফিরতে। এরপর ঈদের ছুটি কাটিয়ে শুটিং শুরু হবে বাংলাদেশ ও থাইল্যান্ডের কয়েকটি স্থানে। '

শুটিং কেমন উপভোগ করছেন এমনটা জানতে চাইলে পরীমণি বলেন, 'সত্যি কথা বলতে কি গোটা ইউনিট একটি পরিবারে রুপান্তরিত হয়েছে। প্রত্যেকেই খুব কো-অপারেটিভ। তাছাড়া পাহাড়ের কোলে এখানে মিতালি গড়ছে সাদা মেঘ, এমন পরিবেশে কাজ করার আনন্দই অন্যরকম। '

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথম বারের মত কাজ করছেন পরীমণি। 'রক্ত' নামের এ ছবিটি জাজের সাথে যৌথ প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ।  

 

বিডি প্রতিদিন/০১ জুলাই ২০১৬/হিমেল-০৭

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow