Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ২ জুলাই, ২০১৬ ১৭:১৯
আপডেট :
পুরুষ নয়, কুকুর চায় নার্গিস ফাকরি
অনলাইন ডেস্ক
পুরুষ নয়, কুকুর চায় নার্গিস ফাকরি

'আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়'। অভিনেত্রী নার্গিস ফাকরির এ বক্তব্য সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে সর্বত্র। কিন্তু, কেন কী প্রসঙ্গে হঠাৎ এ মন্তব্য নায়িকার?

কয়েকদিন আগেই নার্গিস ফাকরির সঙ্গে অভিনেতা তথা প্রযোজক উদয় চোপড়ার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বেশ পানিঘোলা হয়। শিরোনামে আসে সে খবর। আর সেই খবরের জেরেই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।

বলেন, 'আমি একটা কুকুর চাই, কোনও পুরুষ নয়'। আরও বলেন, 'কুকুর যখন তার মালিককে দেখে, তখন তার যা রিঅ্যাকশন হয়। আমরা যখন আমাদের ভালোবাসার মানুষকে দেখি, সেরকমই অনুভূতি হয়। '

বিডি-প্রতিদিন/ ০২ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow