Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭

ঢাকা, সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
প্রকাশ : ৮ জুলাই, ২০১৬ ১৫:৪৩ অনলাইন ভার্সন
আপডেট : ৮ জুলাই, ২০১৬ ১৭:৪৩
শোলাকিয়ায় হামলার ঘটনায় আমির খানের নিন্দা
অনলাইন ডেস্ক
শোলাকিয়ায় হামলার ঘটনায় আমির খানের নিন্দা

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তিনি বলেন, ‘যারা দেশ দেশে সন্ত্রাস চালাচ্ছে, ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ’

বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে শোলাকিয়ার হামলার বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।

আমির খান বলেন, ‘‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা হিন্দু, শিখ, ইসলাম না খ্রিস্টান কোন ধর্মের মানুষ তাতে কিছু এসে যায় না। ধর্মের সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করল তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়। ’’


বিডি-প্রতিদিন/০৮ জুলাই, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow