Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২২ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ৯ জুলাই, ২০১৬ ০৯:০৪
সুলতানের পর ‘সুলতান ২’
অনলাইন ডেস্ক
সুলতানের পর ‘সুলতান ২’

মুক্তি পেতে না পেতেই ঝড় তুলেছে সুলতান। এই সাফল্য দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, সুলতানের সিকোয়েল কি হবে?

গত ৬ জুলাই মুক্তি পেয়েছে সুলতান। এর মধ্যেই ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। দর্শকরা ভূয়সী প্রশংসা করছেন এই ছবির।

জানা গেছে, সত্যিই ‘সুলতান ২’ রয়েছে পাইপলাইনে। মুম্বইয়ের একটি গসিপ ম্যাগাজিনের খবর, সুলতানের প্রযোজক সংস্থা যশ রাজ ফিল্মস ইতিমধ্যেই এই নিয়ে ভাবনাচিন্তা করতে শুরু করেছে। শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া নাকি চিত্রনাট্যকার আলি আব্বাস জাফর-কে পরবর্তী ছবির চিত্রনাট্য লেখা শুরু করে দিতে বলেছেন। খবর এবেলার

সুলতান ২-তে অবশ্যই থাকছেন সালমান খান। সিনেমার ট্রায়াল শো দেখার পরেই নাকি প্রযোজকরা এই সিদ্ধান্ত নেন। তবে পরবর্তী ছবির নায়িকা কে হচ্ছেন বা অানুশকাই থাকছেন কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিডি-প্রতিদিন/ ০৯ জুলাই ১৬/ সালাহ উদ্দীন

 
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow