Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ১০ জুলাই, ২০১৬ ১৭:০৩
'সুলতান' দেখে কেঁদেছে হারশালি
অনলাইন ডেস্ক
'সুলতান' দেখে কেঁদেছে হারশালি

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত 'সুলতান' মুভিটি বক্স অফিস মাতাচ্ছে। শুধু মাতাচ্ছে বললে ভুল হবে, কারণ মুভিটি মুক্তির তিন দিনের মধ্যে একশ' কোটি রুপির অধিক আয় করেছে। ৫ জুলাই মুক্তির পর গত তিন দিনে এটির আয় দাঁড়িয়েছে ১০৫.৩৪ কোটি রুপি। এর মধ্য দিয়ে এ নিয়ে সালমানের দশটি মুভি একশ' কোটির ক্লাব অতিক্রম করলো। মুভিটিতে সালমানের অভিনয় তুমুল প্রশংসিত হচ্ছে। প্রশংসায় সামিল হয়েছেন আমির খান, করণ জোহর থেকে শুরু করে বলিউডের অনেক সেলিব্রেটি। এবার এ তালিকায় যুক্ত হয়েছে 'বাজরঙ্গি ভাইজান' মুভিতে তার সহ-অভিনেতা হারশালি মালহোত্রা। এক টু্ইট বার্তায় সে সালমান চাচার প্রশংসা করে। সেইসঙ্গে মুভিটিতে সালমানের প্রতিটি অ্যাকশন দৃশ্য দেখে সে কেঁদেছে বলেও জানায়। মুভিটির প্রতিটি অ্যাকশন দৃশ্যে সালমানের কষ্টও সে অনুভব করেছে বলেও টুইটে জানায়। খবর ইন্ডিয়া টুডে'র

বিডি-প্রতিদিন/১০ জুলাই ২০১৬/শরীফ
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow