Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

প্রকাশ : ১১ জুলাই, ২০১৬ ০৮:৫৪
আপডেট : ১১ জুলাই, ২০১৬ ০৯:১৪
পাকিস্তানও মাতাচ্ছে সালমানের 'সুলতান'
অনলাইন ডেস্ক
পাকিস্তানও মাতাচ্ছে সালমানের 'সুলতান'

ভারতের পাশাপাশি পাকিস্তানেও বেশ ব্যবসাসফল সালমান খান অভিনীত 'সুলতান'। দেশটিতে মুক্তির প্রথম পাঁচদিনেই এটির আয় ১৫০ মিলিয়ন ছাড়িয়েছে। গত ৬ জুলাই ঈদের দিন পাকিস্তানে মুক্তি পায় মুভিটি। তবে ভারতে এটি মুক্তি দেয়া হয় ৫ জুলাই।

পাকিস্তানে মুক্তির প্রথম দিনেই 'সুলতান'র আয় ছিল ৩৫ মিলিয়ন রুপি। আর দ্বিতীয় দিনে এটির আয় বেড়ে দাঁড়ায় ৪১ মিলিয়নে। ৫ দিনে ১৫০ মিলিয়ন রুপি আয়ের মধ্য দিয়ে মুভিটি পাকিস্তানে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তা হলো মুক্তির প্রথম ছুটির দিনে আয়ের দিক দিয়ে এটি পাকিস্তানি মুভি 'জাওয়ানি ফির নাহি আনি'র আয়কেও ছাড়িয়ে গেছে। গত বছর ঈদুল আজহায় মুভিটি মুক্তি পেয়েছিল।

পাকিস্তানে ৭৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'সুলতান'। মুভিটিতে সালমান ছাড়াও আছেন আনুশকা শর্মা। এতে সালমানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে।

এদিকে, 'সুলতান' ভারতে মুক্তির প্রথম তিন দিনে আয় করেছে ১০৫.৩৪ কোটি রুপি। এককথায় বলিউডের ব্ক্স অফিসে এটির যেন জয়জয়কার অবস্থা।   খবর পিটিআই'র

বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৬/শরীফ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow