Bangladesh Pratidin

প্রকাশ : ১১ জুলাই, ২০১৬ ১৭:৩৯
আপডেট :
স্পর্শীয়ার 'অদৃশ্য প্রেম'
অনলাইন ডেস্ক
স্পর্শীয়ার 'অদৃশ্য প্রেম'

ঈদের ৭ম দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় প্রচার করবে স্পর্শিয়া-নয়নবাবু অভিনীত ‘অদৃশ্য প্রেম’। এলাহান উদ্দিনের রচনা ও পরিচালনায় নাটকটি বিকাল সাড়ে ৫টায় বিজয় টিভিতে দেখা যাবে। নাটকে আরও অভিনয় করেছেন রফিকুল্লাহ সেলিম, সীমান্ত মামুন, এলাহান, রমজান, সুমন প্রমুখ।  

নাটকের গল্প এরকম: বিপত্নীক মুন্না সাহেব একমাত্র মেয়ে মনীষাকে নিয়ে থাকনে। আত্মীয়-স্বজন সকলেই ইংল্যান্ডে বসবাস করেন। তারা মুন্না সাহেবকে দেশের সব কিছু বিক্রি করে দিয়ে ইংল্যান্ডে যেতে বললেও তিনি জন্মভূমি ছেড়ে যেতে চান না। নাদিল নামের এক তরুণের সাথে মনীষার প্রেমের সর্ম্পক। হঠাৎ একদিন মুন্না সাহেব বাসা থেকে বের হতে গিয়ে দেখতে পায় একটি ছেলে বাসার গেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কোন ঝামেলা হবে মনে করে মহল্লার দুটি ছেলের সহযোগিতায় ছেলেটিকে বাসায় তোলেন। আসলে রাহাত অজ্ঞান পার্টির কবলের পড়ার অভিনয় করে এ বাসায় ঢোকেন। কারণ ইংলান্ডে বসবাসরত মুন্না সাহেবের এক আত্মীয় জানতে পারেন মুন্না সাহেবের পিছনে শত্রু লেগেছে এবং তার জীবন হুমকির মুখে। সেই আত্মীয়ই গোয়েন্দা সদস্য রাহাতকে সব জানিয়েছেন। এরপর রাহাতের চোখের সামনে বেরিয়ে আসতে থাকে নাদিলের সব গোপন তথ্য। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।


বিডি-প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৬/ আফরোজ

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow