Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১২ জুলাই, ২০১৬ ১৫:২২
আপডেট :
পাঁচ দিনেই ৩০০ কোটির ক্লাবে 'সুলতান'
অনলাইন ডেস্ক
পাঁচ দিনেই ৩০০ কোটির ক্লাবে 'সুলতান'

বলিউডের সব রেকর্ডই মনে হয় ভেঙে দিতে চলেছে সদ্য মুক্তি পাওয়া সালমান খানের ‘সুলতান’। গত ৬ জুলাই মুক্তি পাওয়া এই ছবি ইতিমধ্যেই ৩০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী ব্যবসায় এই ছবি মাত্র পাঁচ দিনে ৩৪৪ কোটি টাকার মুনাফা করেছে।

ইদের দিন মুক্তি পেয়েছিল আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’। ছবিতে কুস্তিগির সুলতান আলির চরিত্রে অভিনয় করেছেন সালমান খান এবং তার বিপরীতে আফরার ভূমিকায় অভিনয় করেছেন আনুশকা শর্মা।

যশরাজ পরিচালিত 'সুলতান' গত পাঁচ দিনে ৩০০ কোটি রুপি ছাড়ানো আয়ের বেশির ভাগই ভারত (২৪৪ কোটি) থেকে। পাকিস্তান, ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডেও ৯২ কোটি রুপি।

এখনও পর্যন্ত বলিউডে বাণিজ্যিকভাবে সবচেয়ে সফল ছবি হল আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’। কিন্তু প্রথম সপ্তাহে ‘সুলতান’-এর সাফল্য দেখে মনে হচ্ছে ভাইজানের এই ছবি বলিউডের সব রেকর্ড ভেঙে দেবে।

বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব

 

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow