Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৬ অক্টোবর, ২০১৬

প্রকাশ : ১২ জুলাই, ২০১৬ ২২:৩২
অবশেষে মুক্তি পেল মহেঞ্জোদারোর নতুন ২ পোস্টার
অনলাইন ডেস্ক
অবশেষে মুক্তি পেল মহেঞ্জোদারোর নতুন ২ পোস্টার

আশুতোষ গোয়ারিকরের ইতিহাস নির্ভর ছবি মহেঞ্জোদারো নিয়ে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। কেনই বা থাকবেন না?  হৃত্বিক রোশনের সঙ্গে এই ছবিতে দেখা যাবে পুজা হেগড়েকে। এই ছবির গানে সুর দিয়েছেন এ আর রহমান। আর ছবির বাজেটই ১০০ কোটি টাকা।

তার উপর ছবির পরিচালকের নাম আশুতোষ গোয়ারিকর। আশুতোষের ফিল্ম মানেই তো শুধু বক্স অফিসে টাকা উপার্জন করা নয় বরং, জনমানসে প্রভাব ফেলে যাওয়া।

অবশেষে মুক্তি পেল এই ছবির নতুন দুটি ক্যারেক্টর পোস্টার। হৃত্বিক এবং পূজা হেগড়েকে নিয়ে দুটি ভিন্ন পোস্টার। আর সেই পোস্টার দেখেই দর্শকরা বেজায় খুশি। এই ছবিটি মুক্তি পাবে আগামী ১২ই অগাস্ট।


বিডি প্রতিদিন/ ১২ জুলাই ২০১৬/হিমেল-২৪
আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow