Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭

প্রকাশ : ১৩ জুলাই, ২০১৬ ০৯:৪২
আপডেট : ১৩ জুলাই, ২০১৬ ০৯:৪৪
বরুণের 'জানেমন' পরিনীতি!
অনলাইন ডেস্ক
বরুণের 'জানেমন' পরিনীতি!

নাতাসা নয়, বরুণ ধাওয়ানের চোখে ‘জানেমন’ মানে পরিনীতি চোপড়া। ছবি প্রচারে এসে এমনটাই জানালেন বরুণ। প্রায় সকলেই জানে বরুণ ধাওয়ানের সঙ্গে নাতাসার সম্পর্কে রয়েছে। ভাবছেন তো তবু কেন তিনি নাতাসার কথা না বলে পরিনীতির কথাই বললেন? আর হঠাৎই বা কেন ‘জানেমন’-এর কথা জানতে চাওয়া হল তার কাছে?

আসলে, আগামী ২৯ জুলাই মুক্তি পাবে রোহিত ধাওয়ান পরিচালিত ‘ঢিশুম’। আর এই ছবির আইটেম নম্বর ‘জানেমন আহ’ গানেই বড়পর্দা কাঁপিয়ে দিয়েছেন বরুণ-পরিণীতি জুটি। জন আব্রাহাম, বরুণ ধাওয়ান এবং জ্যাকুলিন ফার্নান্ডেজ অভিনীত এই ছবিতে আইটেম গানে দেখা যাবে পরিণীতিকে। আর এই আইটেম নম্বরেই দর্শককূলের হৃদয়ও জিতে নিয়েছেন তিনি।

মঙ্গলবার লঞ্চ হয়েছে বরুণ আর পরিনীতির জানেমন এর ভিডিও, আর এর মধ্যেই গানটি সাড়া ফেলেছে দর্শক মহলে। এই ভিডিওতে অসাধারণ পারফরম্যান্সে বাজিমাত করেছে এই জুটি। সম্প্রতি পরিনীতি এও জানায়, অন্য কেউ নয় টেকনিক্যালি বরুণই তার প্রথম কো-স্টার। কারণ বলিউডের ছবিতে আভিনয়ের আগে বরুণ এবং পরিনীতি অনেকগুলি বিজ্ঞাপনের কাজ করেছেন একসঙ্গে। সুতরাং গতিবিধি বলছে, বরুণ-পরিনীতি কেমিস্ট্রি বেশ জোরদার হতে চলেছে আগামীতে।

বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৬/মাহবুব

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow